নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় নির্মিত নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্যে আবারো প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভা থেকে জানা গেছে আগামী ১০ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি উদ্বোধন হতে যাচ্ছে। আর কমপ্লেক্সটি উদ্বোধন করতে অতিথি হয়ে আসছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে উক্ত প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় । উদ্বোধনী অনুষ্ঠানটি নারায়ণগঞ্জে স্মরণীয় করে রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ও ৫টি উপজেলা ইউনিট সহ সকল ইউনিটের মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলী সভাপতি উক্ত প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জের ৫টি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের নেতৃবৃন্দরা। এছাড়াও অনুষ্ঠানটি সফল ও সহযোগীতা করতে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল।