না‌সিম ওসমা‌নের শাহাদাৎ বা‌র্ষি‌কীতে বাস-মি‌নিবাস ইউ‌নিয়‌নের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর ১নং বাস স্ট্যান্ডে সংগঠনটির কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার মাহফিল এর আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান এবং আলহাজ্ব আজমেরী ওসমান। দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন,  নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মিয়া প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত