না‌সিক ১৬নং ওয়া‌র্ডে শীতার্ত‌দের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশন ১৬নং ওয়া‌র্ডে ২০১৯-২০ আর্থিক স‌নে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার (২৮ ডি‌সেম্বর) সকা‌লে না‌সিক ১৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ নাজমুল আলম সজলের প্রত্যক্ষ তত্বাবধায়‌নে তার কাউ‌ন্সিলর কার্যাল‌য়ের বাই‌রে এই কম্বল অত্র ওয়া‌র্ডের গরীব দু:স্থ শীতার্ত‌দের মা‌ঝে সুষ্ঠুভা‌বে বিতরণ করা হয়।

কম্বল বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লী‌গের শিক্ষা বিষয়ক সম্পাদক ‌শেখ মাহাবুবুল আলম চঞ্চল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নি, সা‌বেক যুগ্ম সম্পাদক শেখ র‌ফিকুল ইসলাম রায়হান, সা‌বেক দপ্তর সম্পাদক আহ‌মেদ হৃদয়, ওয়ার্ল্ড এ‌ন্টিট্যা‌রো‌রিজম অরগানাই‌জেশন (ডবলিউএটিও) বাংলা‌দেশ চ্যাপ্টার সভাপ‌তি ফা‌হিম এ‌মিল, বি‌শিষ্ট ব্যবসায়ী মোশারফ হো‌সেন, জেলা ছাত্রলী‌গে, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম খান সৌরভ, সাবেক উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সাদ্দাম, সা‌বেক ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল খান, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহীম, সা‌বেক কার্যকরী সদস্য শেখ জ‌হির, না‌সিক ১৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর স‌চিব ও মানু‌ষের জন্য আমরা স্বেচ্ছা‌সেবী সংগঠ‌নের সভাপ‌তি ইসহাক হো‌সেন বা‌প্পি প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত