নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমার ভাই নাসিম ওসমান আমাকে এবং আমার পরিবারকে সবসময় দ্বীনের পথে থাকার জন্য তিনি নির্দেশনা দিতেন। আমি বিশ্বাস করি তিনি একজন পরিপূর্ণ আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমি সবার হাতজোড় করে বলছি সবাই আমার আম্মা আব্বার জন্য, বিশেষ করে আমার ভাই নাসিম ওসমানের জন্য দোয়া করবেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল)বিকেলে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর চাষাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া ও মাহফিলে তিনি এসকল কথা বলে। এ সময় মসজিদের ভিতরে এবং বাহিরে, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিত ছিলেন।
শামীম ওসমান আরো বলেন, মানুষের মধ্যে দোষ-ত্রুটি থাকতে পারে কিন্তু নাসিম ওসমান আমার ভাই বলে না-তার মধ্যে আমি কখনও কোন ত্রুটি দেখি নাই। আমি শুনেছি, যদিও নিজের চোখে দেখি নাই, বঙ্গবন্ধুর মৃত্যুর সময় বঙ্গবন্ধুর মৃত্যুর বিচারের দাবিতে তিনি যখন বেরিয়ে পড়েন, তখন একপর্যায়ে দুইপ্রান্তে গোলাগুলি হচ্ছিল তখন তিনি বাঙ্কারে নামাজ পড়ছিলেন, গোলাগুলির মাঝেও তিনি নামাজ ছাড়েন নাই। পরে নামাজ শেষ করে তিনি উঠেছিলেন।
তিনি বলেন, আল্লাহ তাকে অনেক সৌভাগ্য দিয়েছেন, পবিত্র মক্কায় কাবা ঘরে ঢুকে তা দেখার সৌভাগ্য দিয়েছেন। এবং সেটা তাঁর জীবনে অনেক বড় পাওয়া। আজকে আমার ভাইয়ের জন্য বন্দরসহ বিভিন্ন জায়গাতে দোয়া হয়েছে, মিলাদ হয়েছে। আসলে আমার ভাইয়ের উপর, আমাদের পরিবারের যতটুকু হক রয়েছে আপনাদেরও ঠিক ততটুকুই রয়েছে।