নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কিললারপুল ১১ নং ওয়ার্ড এর পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) ১১ নং ওয়ার্ডে এ কোরাআন খতম, মিলাদ ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজের গনমান্য ব্যকিত ও আরো অনেকে। আয়োজনে ছিলেন বাদশা আলমগীর, নিক্রন, তৌহিদ কামাল,মাছুম, জামিল আরো আনেকে।