নাসিম ওসমানের জন্য দোয়া ও রুহের মাগফিরাত কামনা করলেন মুক্তিযুদ্ধ প্রজন্মের শান্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে এক বিবৃতিতে সংগছনের সভাপতি হামদান উর রহমান শান্ত স্মৃতিচারণ সহ শ্রদ্ধাঞ্জলি জানান বিবৃতিতে তিনি জানান, নাসিম ওসমান ছিলেন এক বিচক্ষণ ব্যাক্তিতের অধিকারী। তার অভাব আজ আমরা অনুভব করি। সকলকে প্রয়াত ওই সাংসদ নাসিম ওসমান এর জন্য দোয়া ও রুহের মাগফিরাত কামনা করছি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন তিনি সে সময় তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে সকল অঙ্গনে নারায়ণগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে আসে প্রয়াত .কে.এম সামসুজ্জোহার পাঁচ সন্তানের মধ্যে জেষ্ঠ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান ১৯৫৩ সালের ৩১ জুলাই তিনি জন্মগ্রহন করেন তিনি ছিলেন নারায়ণগঞ্জের গণমানুষের প্রাণের নেতা তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সুইসাইড স্কোয়াডে যুদ্ধ করেছেন পরবর্তীতে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর নববিবাহিতা বধূকে রেখে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হন এবং কাদেরিয়া বাহিনীতে যোগদান করেন

পরবর্তীতে ১৯৮১ সালে তিনি দেশে ফিরে আসেন। প্রয়াত নাসিম ওসমান ১৯৮৬ ১৯৮৮ সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবং ২০০৮ ২০১৪ সালে মহাজোট প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নারায়ণগঞ্জের ইতিহাসে তিনি সর্বাধিক বারের নির্বাচিত জাতীয় সংসদের সদস্য। ২০১৪ সালের ৩০ এপ্রিল তাঁর অকাল মৃত্যু পরবর্তী সংসদ অধিবেশনে শোক প্রস্তাব রাখতে গিয়ে অজোড়ে কেঁদে ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

add-content

আরও খবর

পঠিত