নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে নাসিক ১৩নং নং ওয়ার্ড ও মহানগর আওয়ামী লীগ এর পক্ষে শোক জানিয়েছেন মো. রবিউল হোসেন। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।শনিবার (১৩ জুন) রাতে এ ক্ষুদে বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা অভিভাবক হারিয়েছি। আমি তাঁর রুহের মাগফিরাত সহ জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থণাও করছি।
উল্লেখ্য, রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহাম্মদ নাসিম। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর অস্ত্রেপচার সফল হলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।