নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে সরকারি ওএমএস কার্ড বিতরণ করেছেন সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩,১৪,১৫) নং ওয়ার্ড সংরক্ষিত নারীকাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। বুধবার (১৩ মে) দিবাগত রাতে ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব কার্ড বিতরণ করেন তিনি। এই কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে সরকারি চাল কিনতে পারবেন কার্ডধারীরা।
এ প্রসঙ্গে শারমিন হাবিব বিন্নী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৩নং ওয়ার্ডের ৩৯৮টি পরিবারের মাঝে ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে। বরাদ্দ কম থাকায় চাহিদা অনুযায়ী কার্ড বিতরণ সম্ভব হয়নি। তবে একটি পরিবারও যাতে না খেয়ে থাকে, সেই লক্ষ্যে আমরা প্রতিটি এলাকায় দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এদিন ১৪নং ওয়ার্ডের কিছু এলাকায় দুঃস্থদের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রীও বিতরণ করেন তিনি। এর আগে নাসিকের ৩টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে সরকারের দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও নিজস্ব অর্থায়নে প্রায় ৮০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী।