নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নাসিক সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে বৈঠক করেছেন ফিলিপাইন সরকার এবং জাতিসংঘের উন্নয়ণ কর্মসূচি (ইউএনডিপি) এর একটি প্রতিনিধি দল। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে এই বৈঠক এর আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আরবান প্রজেক্টের জন্য ইউএনডিপির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেছেন, এই প্রকল্পটি দরিদ্র বিমোচন বিশেষত নারীদেরকে সাবলম্বী করতে সহায়তা করছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের আরও কাছে যেতে পারছি। আমি প্রত্যাশা করছি এই প্রজেক্টটি সারা দেশেই প্রসারিত হবে।
এদিকে মেয়রের সাথে বৈঠক শেষে ইউএনডিপির ওই প্রতিনিধি দল ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত এলআইইউপিসি প্রকল্প এবং বক্তাবলি ইউনিয়ন পরিষদেও ডিজিটাল কার্যক্রম পরিদর্শন করেছেন।
এই বৈঠকে দরিদ্র বিমোচন এবং উভয় দেশের ডিজিটাল প্লাটফর্ম নিয়ে তারা পরষ্পর পরষ্পরকে সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস প্রদান করেন। একই সাথে তারা দারিদ্র্যতা বিমোচনে দুই দেশের অভিজ্ঞতা উপস্থান করেন । বৈঠকে -নগর দরিদ্র সম্প্রদায়ের প্রকল্পের জীবিকা নির্বাহ (এলআইইপিসি) উপর ইউএনডিপি বাংলাদেশের দারিদ্র্য ও নগরায়ণের প্রধান আশেকুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও একই বৈঠকে ইউএনডিপির ফিলিপাইনের আবাসিক প্রতিনিধি টাইটন মিত্র, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা নিজ দেশে কীভাবে শহরের দারিদ্রতা বিমোচন করছেন সে বিষয়টি মেয়রের সামনে উপস্থান করেন।
ফিলিপাইনে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি টাইটন মিত্রের নেতৃত্বে এই প্রতিনিধি দলে এ সময় আরো উপস্থিত ছিলেন, ফিলাপাইনে নিযুক্ত ইউএনডিপির পলিসি মেকার অ্যান্ড্রু পার্কার, ফিলিপাইনের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারি টেকনিক্যাল ফৌজিয়া আবদুল্লাহ এবং মোহাম্মদ নূর আবদুল্লা অ্যাঙি।