নারায়ণগ‌ঞ্জে ইন্টার‌নেট অ‌ফি‌সের কর্মচারী কামরুল নি‌খোঁজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে কামরুল হোসেন (২০) নামে  এক যুবক নিখোঁজ হয়েছেন। নগরীর বালুর মাঠ এলাকস্থ এক‌টি ইন্টার‌নেট প্র‌তিষ্ঠা‌নে কর্মরত ছি‌লেন কামরুল। বুধবার ( ২০ নভেম্বর  ) নিজ কমর্স্থল থে‌কে বা‌ড়ি যাওয়ার উ‌দ্দে‌শ্যে রউনা হওয়ার পর তার সন্ধান পাওয়া যা‌চ্ছেনা। বিভিন্নস্থা‌নে অ‌নেক খোঁজাখু‌জির পর সক‌লের কা‌ছে সন্ধান কামনা ক‌রে‌ছেন তার প‌রিবার। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানায় একটি সাধারণ ডয়েরি করা হয়েছে।

ত‌বে তার ভাই‌য়ের কাছ থে‌কে জানা গেছে, গত ২০ নভেম্বর সকাল ৬ টায় নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উ‌দ্দে‌শ্যে রউনা হয় কামরুল। প‌থিম‌ধ্যে চিটাগাং রোডে সে মলম পার্টির খপ্প‌রে পড়েছিল। এ ঘটনা কামরুল তার ভাইকে এক পথচারীর মোবাইল দিয়ে ফোন করে জানি‌য়ে‌ছিল। ওইসময় তার কা‌ছে থাকা মোবাইল ও টাকা সহ সব কিছু নিয়ে যায়। যাবার সময় তাকে মাতাল করে রেখে যায়। ওই সময় সে পুরোপুরি অসুস্থ ছিলো। কথাও ঠিক মত বলতে পারছিলো না।

পরে কামরু‌লের ভাই দুপুর ১১-১২ টার দিকে ঐ স্থানে গিয়ে দেখে সে ওখানে নেই। পথচারী লোকটিকে ফোন দেয়া হলে লোকটি বলেন তাকে ঐ জায়গাতেই রেখে এসেছি। আমার কাজ ছিলো চলে এসেছি আর কিছুই জানিনা। পরে ওর ভাই ওখানকার আরো কিছু লোক কে বলার পর কেউ কেউ বলছে এখানে দেখে ছিলাম এখন বলতে পারছি না। এখন পর্যন্ত তার কোন খবর পাওয়া যায়নি। এঘটনার পর থে‌কে কামরু‌লের সন্ধান পে‌তে বি‌ভিন্ন হাসপাতালেও খোঁজ নি‌য়ে‌ছেন তার স্বজন ও প্র‌তিষ্ঠা‌নের কতৃর্পক্ষ।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে ০১৪০৩৫৫৬৬৫৫, ০১৪০৩৫৫৬৬৫৬, ০১৮৭৮৭৪২৫০০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার প‌রিবার।

add-content

আরও খবর

পঠিত