নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব থেকে শাহাদাৎ হোসেন ভূইয়া বহিস্কার

নারাযণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : একাধিকবার সংগঠন বিরোধী ও নিয়ম বর্হিভূত কার্যকলাপ করায় শাহাদাৎ হোসেন ভূইয়াকে মাঠ পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির চাষাঢ়া অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় নির্বাহী কমিটির সদস্যগণের সর্বসিদ্ধান্তক্রমে তার সাথে এখন থেকে সংগঠনের কোন সম্পৃক্ত নাই বলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, একাধিকবার শাহাদাৎ হোসেন ভূইয়া কর্তৃক সংগঠন বিরোধী নিয়ম বর্হিভূত কার্যকলাপ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যার সর্বশেষ র্কমকান্ড, চুড়ান্তভাবেই অদায়িত্বশীলতা ও অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়। এছাড়াও গতকাল সোমবার (১২ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহাদাৎ তার ব্যক্তিগত আইডি থেকে ভিত্তিহীন, বিভ্রান্তকর ও অযৌক্তক আপত্তিকর পোস্ট দিয়েছেন।

তার এহেন কর্মকান্ডে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব ও সংগঠনটির নির্বাহী সদস্যদের হেয় প্রতিপন্ন ও কুলশিত করার চেষ্টা স্পষ্ট। দীর্ঘক্ষণ এ অপপ্রচারমূলক ও আপত্তিকর পোস্টটি ফেসবুকে থাকায় মারাত্নভাবে সুনাম ক্ষুন্ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। তাই ভবিষ্যতেও কোনরূপ সংগঠন বিরোধী কার্যকলাপ অন্যকোন সদস্য করলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন।

add-content

আরও খবর

পঠিত