নারায়ণগঞ্জ সদর থানার এএসআই শামসু প্রত্যাহার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শামসুজ্জামান শামসুকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। শামসুজ্জামানকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) শাফিউল আজম খান। তিনি জানান, প্রশাসনিক কারণে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শামসুর বিরুদ্ধে এর আগে গত ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় টাকা নিয়ে পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার আনোয়ার হোসেন সাধুর ছেলে নাদিম ও তার মেয়ের জামাই আলী আকবরকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ ছিল। এছাড়া তার বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করারও অভিযোগ আছে।

এদিকে একই দিনে মাদক মামলায় ফাঁসনোর অভিযোগে সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) এনায়েত করীমকে প্রত্যাহার করা হয়।

add-content

আরও খবর

পঠিত