নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ ট্রাভেলার্স গ্রুপ এনটিজি-র ফটো কনটেস্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ঐতিহাসিক হাজীগঞ্জ দূর্গে এই অনুষ্ঠানের সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বাংলাদেশের পর্যটন নিয়ে আলোচনা করা হয়।
গ্রুপটির এডমিন হাজী মোঃ রতন হোসেন বলেন, আলোকচিত্রের মাধ্যমে আমরা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীবাসীর কাছে তুলে ধরতে পারি। গ্রুপটির আরেক এডমিন কাজী রাসেল বলেন, মাদকাসক্ত থেকে দূরে রাখতে ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফটো কনটেস্টে দশজন বিজয়ীরা হচ্ছেন মো: হাসিব হোসেন, মো: ইব্রাহিম হোসেন, নুরুজ্জামান রিমন, নাহিদ হাসান নূর, আশা ইয়াসমিন, আরিজা অনন্যা, মো: সাইদুর রহমান মানিক, আমিনুল ইসলাম জনি, মামুন হোসেন, ফারজানা ফারিন। এসময় নাহিয়ান, আবিদা পলি, পাভেল আহমেদ, নিজামুল হাসান নাঈম, মাহফুজা মৌ, সোহানূর সুমন, শাহ জালাল প্রধান রিয়াদ, ঝুমুর, স্বদেশ, ইতি সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ট্রাভেলারগণ উপস্থিত ছিলেন।