নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০-২৪ স্থগিত করা হয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এর স্বাক্ষরে প্রেরিত বিবৃতিতে বলা হয়েছে বিশ^ব্যাপী করোনা ভাইরাস জনিত মহা দূর্যোগ মোকাবেলায় সরকার কর্তৃক কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। কাউন্সিলরগণের অনেকেই নির্বাচন করবেন। নির্বাচনী কার্যক্রমে তাদের সুযোগ প্রদান অত্যাবশ্যক।
বর্তমান পরিস্থিতে দেশব্যাপী লকডাউন থাকায় জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যক্রমও সীমিত করা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলেই কাউন্সিলরদের অবহিত করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।