নারায়ণগঞ্জ ক্লাবে সভাপতি নির্বাচিত এম সোলায়মান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ২০১৯ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ২ বারের সভাপতি নির্বাচিত হওয়া এম সোলায়মান।

শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উৎসব মূখর পরিবেশে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। রাত ৭টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এম সোলায়মানকে সভাপতি ঘোষণা করেন। এবছর সভাপতি পদে নির্বানে অংশগ্রহণ করেন দুই বারের সভাপতি নির্বাচিত হওয়া এম সোলায়মান ও আবুল মনসুরের মধ্যে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটি ২০১৯ সালে নির্বাচনে বিভিন্ন পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সভাপতি পদে দুইবারের সভাপতি নির্বাচিত হওয়া এম সোলায়মান ও আবুল মনসুর, ঊর্ধ্বতন সহ সভাপতি পদে হারুন অর রশিদ, সহ সভাপতি পদে মাহবুবুর রহমান মারুফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তাদের মধ্যে ৮ ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন, আব্দুল খালেক, হোসেন মনির, জাহাঙ্গীর আলম, খাজা এবায়দুল হক, কালাম উদ্দিন আহমেদ, কৌশিক সাহা, সুশান্ত কুমার তালুকদার, এসএম শাহীন, সাইদুল্লা হৃদয়, সালাহউদ্দিন আহমেদ নান্নু।

add-content

আরও খবর

পঠিত