নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর জয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : লীগে প্রথম প্রতিদ্বন্ধিতামূলক ম্যাচ। দারুন এক লড়াই দেখলো দর্শকরা। ওয়ানডে ম্যাচের পুরো মজাটাই ভোগ করেছে দুই দল। হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ১১ তম ম্যাচটিতে লড়েছে গতবারের চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও সামসুজ্জোহা স্মৃতি একাদশ।

ক্রিকেট একাডেমী ম্যাচ জিতেছে ৫ উইকেটে। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে বৃহস্পতিবার সকালে টস জিতে একাডেমীর অধিনায়ক ব্যাট করতে পাঠায় সামসুজ্জোহা স্মৃতি একাদশকে। ওপেনার আব্দুল কাদির সজল ৭ বাউন্ডারিতে আউট হন ৫৭ রানে। মিডলঅর্ডারে  বহিরাগত কোটায় খেলা মার্শল আইয়ুব ৬ বাউন্ডারিতে ফিরেন ৫৪ রানে। উইকেট কিপার পারভেজ খেলেছেন দাপটের সাথে। ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৬১ রান। পেসার অলিউল্লাহ ২ বাউন্ডারি ও ১ ছক্কায় আউট হন ২৫ রানে। ক্রিকেট একাডেমীর গোলাম রাব্বি ৩ টি এবং মইনুল হোসেন ২টি করে উইকেট পান। ৫০ ওভারে  সামসুজ্জোহা স্মৃতি একাদশ ২৫০ রান তোলে। ৫০ ওভারে ২৫১ রান করলে জয়। শুরুটা বেশ ভাল হয় একাডেমীর। দুই ওপেনার অধিনায়ক আনিসুল ইসলাম ইমন ও সৈকত হোসেন এর জুটিতে রান আসে ৬৩। ইমন ৭ বাউন্ডারিতে ৪১ রান করেন। ৩১ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় সৈকত করেন ৩২ রান। অসাধারণ খেলেছেন উইকেট কিপার মাহিদুল ইসলাম অংকন ও রাফসান রহমান। রাফসান ৭৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬১ রানে ফিরলেও অংকন ১২৩ বল খেলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। ইমরান জহির করেন ১৯ রান ২ বাউন্ডারি ও ১ ছক্কায়। সামসুজ্জোহা স্মৃতি একাদশের সামির আফসান তিসির ২ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

সামসুজ্জোহা স্মৃতি একাদশ : ২৫০/১০ (৫০ ওভার) পারভেজ-৬১, সজল-৫৭, মার্শাল আইয়ুব-৫৪, অলিউল্লাহ-২৫। অতিরিক্ত-১৯। গোলাম রাব্বি-৩/৩১, মইনুল হোসেন-২/৪৮।

নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী : ২৫২/৫ (৪৮.৫ ওভার) মাহিদুল অংকন-৭১, রাফসান-৬১, ইমন-৪১, সৈকত-৩২, ইমরান-১৯। অতিরিক্ত-১৭। সামির আফসান- ২/৩৭।

আম্পায়ার : মুজাহিদ স্বপন ও মো: রাজন। স্কোরার :  নাসির ও ডালিম (অল লাইন)।

আগামী ৩ জানুয়ারি রবিবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকাল ৯টায় নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত