নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির ইফতার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) চাষাড়ায় অভিজাত রেস্টুরেন্ট গ্র্যান্ড হলে এ আয়োজন করা হয়। এতে অংশ নেয় নারায়ণগঞ্জের দুই শতাধিক ইন্টারনেট ব্যবসায়ী। এসময় উপস্থিত ছিলেন, আইটি পল্লির সহ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ স্বপন, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা শাহজাহান শামীম।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ইন্টারনেট অন্যতম ভূমিকা রাখছে। আমরা ব্যবসায়ীরা চাই সাধারণ মানুষের কাছে সঠিক সেবাটি পৌছে দিতে। এছাড়াও এ সেবার মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সু সম্পর্ক গড়ে উঠুক।

এছাড়াও নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি শাহজান, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন বাপ্পী, মিজান, এমকে হাসান দিপু, তুর্য হাসান, রোমান আহম্মেদ বাপ্পী, মাসুদ, মীর বরকত, সালাম সোহেল, আরিফ, মুরাদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত