নারায়ণগঞ্জে ৩ দিনে ১৩ জনসহ মোট গ্রেফতার ৯২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে হেফাজতের ডাকা হরতাল ও মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখায় হামলা, ভাংচুর, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনায় গত ৩ দিনে আরও ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে নারায়ণগঞ্জ থেকে মোট গ্রেফতার হয়েছে ৯২ জন। গত ১৩ই এপ্রিল মঙ্গলবার বিকাল পর্যন্ত এ ৯২ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যানবাহনে ভাংচুর, সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় র‌্যাব, পুলিশ ও পরিবহন মালিক বাদী হয়ে ৮টি মামলা করেন সিদ্ধিরগঞ্জ থানায়। এইসব মামলায় এজাহারনামীয় ছাড়াও কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়। হরতালে অবরোধ, যানবাহনে ভাংচুর নিয়ে রূপগঞ্জ থানায় ১টি মামলা দায়ের হয়।

এদিকে গত ৩ই এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ওই রিসোর্ট ও আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে ফেসবুক লাইভে এসে নির্যাতনের মুখে মামুনুল হকের কাছে ক্ষমা চাওয়াতে বাধ্য করার ঘটনাও ঘটে। এইসব ঘটনায় সোনারগাঁ থানায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, সাংবাদিক পৃথক ৭টি মামলা দায়ের করে।

তিন থানায় ১৬টি মামলার কয়েকটিতে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে প্রধান আসামি করে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, হেফাজতের আরও কয়েকশ নেতা-কর্মীর নাম উল্লেখসহ কয়েক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। যার মধ্যে এ যাবৎ ৯২জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জে হেফাজতের ডাকা হরতাল ও মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখায় হামলা, ভাঙচুর, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনায় মোট ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত