নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রথম ধাপে নাসিকের ৩ টি ওয়ার্ডে অর্থাৎ ১ নং থেকে ৩ নং ওয়ার্ডে ২৮ নভেম্বর থেকে ২০১৯ সালের ১ জানুয়ারির মধ্যে স্মার্ট জাতীয় পরিচয় বিতরণের কর্ম পরিকল্পনা তৈরী করেছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রম প্রতিটি ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। বিতরণের প্রথম দিন নাসিকের ১ নং ওয়ার্ডে তিনটি টিম নিয়ে কার্যক্রম শুরু হবে।
এর মধ্যে সিদ্ধিরগঞ্জ রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পাইনাদীর পূর্ব অংশের পুরুষ ভোটারদের মাঝে প্রথমে কার্ড বিতরণ করা হবে। ২ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির বিরতি নিয়ে ৩ থেকে ৬ ডিসেম্বর পাইনাদীর পূর্ব অংশের মহিলা ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করবে। ৭ থেকে ৮ ডিসেম্বর মিজমিজি বাতান পাড়া এলাকার পুরুষ ভোটারদের মাঝে কার্ড বিতরণ করা হবে। ৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির বিরতি দিয়ে ১০ থেকে ১১ ডিসেম্বর মিজমিজি বাতান পাড়া এলাকার মহিলা ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ১২ ডিসেম্বর বিরতি দিয়ে ১৩ ডিসেম্বর নাসিকের ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে পাইনাদি পশ্চিম অংশ এবং মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার পুরুষ ভোটারদের এবং ১৪ ডিসেম্বর মহিলা ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
১৫ ডিসেম্বর মিজমিজি পশ্চিম পাড়া এলাকার পুরুষ ভোটারদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একদিন কার্যক্রম বন্ধ রেখে ১৭ ডিসেম্বর মিজমিজি পশ্চিম পাড়া পুরুষ ভোটারদের এবং ১৮ থেকে ১৯ ডিসেম্বর মহিলা ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ২০ ডিসেম্বর একদিন বিরতি দিয়ে ২১ ডিসেম্বর নাসিকের ৩ নং ওয়ার্ডেও সানারপাড় রওশনারা কলেজে নিমাইকাশরি পুরুষ ভোটারদের এবং ২২ ডিসেম্বর মহিলা ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
২৩ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির বিরতি দিয়ে ২৬ ডিসেম্বর নয়াআটি এলাকার পুুরুষ ভোটারদের এবং ২৭ ও ২৮ ডিসেম্বর নয়াআটি এলাকার মহিলা ভোটারদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। ২৯ ডিসেম্বর বাঘমারা এলাকার পুরুষ ও মহিলা ভোটারদের মাঝে কার্ড বিতরণ করা হবে। ৩০ ডিসেম্বর শনিবার একদিন বিরতি দিয়ে ৩১ ডিসেম্বর সানাড়পাড় এলাকার পুরুষ ভোটারদের মধ্যে এবং ২০১৮ সালের ১ জানুয়ারি সানাড়পাড় এলাকার মহিলা ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। তবে মূল জাতীয় পরিচয়পত্র বা মূল স্লিপ ব্যতিত কেউ স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবে না। জাতীয় পরিচয় পত্র বা স্লিপ হারিয়ে গেলে তাকে যে কোন পুলিশ থানায় জিডি করে, মূল জিডি কপি, এনআইডি নম্বর বা ভোটার নম্বরসহ সোনালী ব্যাংকে, সোনালী সেবা কোড ০০৪ এ ৩‘শ ৬৮ টাকা জমা দিয়ে তাকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অধিভুক্ত সাতাঁশটি ওয়ার্ডে উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ২৬ নভেম্বর। নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে নাসিকের সাতাঁশটি ওয়ার্ডেও পৌনে পাঁচ লাখ ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেও ভোটারদের মধ্যে হতে প্রতিকীমূলক ১৫-২০টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের পৌঁনে পাঁচ লাখ ভোটারের জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে।
২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে ২৭ ওয়ার্ডে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯‘শ ৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬‘শ ৬২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৫ হাজার ২‘শ ৬৯ জন। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট কার্ড। মেশিন-রিডেবল এই কার্ডের মাইক্রোচিপে একজন নাগরিকের ৩২টি মৌলিক তথ্য সংরক্ষিত থাকে। বর্তমানে, পাসপোর্ট, ব্যাংকিং, ট্রেড লাইসেন্স, শেয়ার হস্তান্তরসহ ২২টি সেবা খাতে এ কার্ডের প্রয়োজন হয়। নির্দিষ্ট দিনে স্বশরীরে নির্দিষ্ট স্থানে হাজির হয়ে দশ আঙুলের ছাপ ও চোখের মণির (আইরিশ) ছবি দিয়ে পরিচয় নিশ্চিত করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।