নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের হ্যারিটেজ স্কুলে নারায়ণগঞ্জে বসবাসরত এসএসসি ১৯৯২ এর প্রাণের সংগঠন সতীর্থ-৯২ এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে মিলন মেলা অনুষ্ঠানটি শুরু হয়।সংগঠনের আহবায়ক ইউসুফ আলী সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড.সোহেল মিয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ করেন সংগঠনের যুগ্ম আহবায়ক আফরোজা খন্দকার লুনা, যুগ্ম আহবায়ক ফারুক মহসীন, যুগ্ম আহবায়ক শাহ জামান রানা, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন, আফজাল হোসেন, শান্ত আহম্মেদ, এড.মুক্তা, ডা.ফৌজিয়া ইয়াসমিন সিন্ধা, ডালিম, ফারুক মোহসীন, সোহেল ও সাবিনা। অনুষ্ঠানকালে এ সময় যুগ্ম আহবায়ক এমএম ফরহাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে এসএসসি ১৯৯২ এর প্রাণের সংগঠন সতীর্থ-৯২ এর মিলন মেলায় স্মৃতিচারণ শেষে বিভিন্ন খেলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ ব্যান্ড শো, বারবিকিউ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।