নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জে ৩০০ বেড হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সুবিধার্থে নাভানা গ্রুপের পক্ষ থেকে ৪টি ভ্যানটিলেটর প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলার করোনা সমন্বয়কারী ও জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে প্রতিষ্ঠানের পক্ষে এ গুলো হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ ও কোষাধ্যক্ষ প্রনব রায়।
এসময় নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, নারায়নগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রুগির সংখ্যা বাড়ছে। এজন্য জনসাধারনের মধ্যে সচেনততা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন সরকারের আন্তরিক ইচ্ছায় নারায়নগঞ্জ ৩০০শয়্যা হাসপাতালকে করোনা রোগিদের জন্য পৃথক হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। চারটি ভ্যানটিলেটর দেয়ার ফলে এ হাসপাতালে আইসিও চালু করা সম্ভব হবে। এ হাসপাতালে রোগিদের যথার্থ চিকিৎসার জন্য তিনি সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান এবং ব্যাক্তিদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।