নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ৪১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮২৪ জনে। মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। তবে সর্বমোট মৃত্যুর সংখ্যা সেই ৬৪ জন।মোট সুস্থ্য হয়েছেন ৪৯২ জন। বুধবার (২০ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে নারায়ণগঞ্জে গতকাল রেকর্ড সংখ্যক ১২৫ জন শনাক্ত হয়েছিল। যা অতিতের তুলনায় রের্কড অনেক বেশী।
অন্যদিকে লকডাউন শিথিল হওয়ায় ঈদকে ঘিরেও জেলার বিভিন্নস্থানে বেড়েছে মানুষের উপস্থিতি। শহরের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান গুলোতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়। সল্পপরিসরে জায়গা হওয়ায় মার্কেটে সামাজিক দুরত্ব বজায় রাখার কোন বালাই নেই। এতে করে দিন দিন নারায়ণগঞ্জ করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মানুষ।