নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে মৃত্যু নেই। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪০০৪ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯৪জনই। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৩২৮ জন। শনিবার (১৩ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নমুনা সংগ্রহের সংখ্যা ১০৩, মোট ৫৫৬০ জন। সদর এলাকায় নেই, মোট ৩৮৬৪ জন। রূপগঞ্জ উপজেলায় ১২৫, মোট ৫০০২ জন। আড়াইহাজার নেই, মোট ১৭৩৭জনই, সোনারগাঁ নেই, মোট ১৩৫১ ও বন্দরে ৮৩০ জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৮৪৩৫ জনের।