নারায়ণগঞ্জকে বাঁচাতে হবে : ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন,  করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার চারপাশে সাত জেলার সাথে নারায়ণগঞ্জেও কঠোর লকডাউন বাস্তবায়ন করা হবে। এবারে বিষয়বস্ত হচ্ছে নারায়ণগঞ্জকে বাঁচাতে হবে। আর সে লক্ষেই আমাদের সকলকে কাজ করতে হবে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় জেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে জরুরী সভা তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার চারপাশে সাত জেলায় কঠোর লকডাউন ঘোষনা করার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, করোনা প্রতিরোধ কমিটি ও আইনশৃংখলা বাহিনী লকডাউন বাস্তবায়নে  জেলা প্রশাসকের কার্যালয়ে সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংবাদকর্মীরা।

এ সময় তিনি জানান, আগামীকাল ২২ই জুন মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়ন করা হবে। জেলার ৭০ লাখ মানুষকে নিরাপদে রাখতে আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। এতে গণপরিবহন, দোকানপাট রেস্টুরেন্ট বন্ধ থাকবে। আর শিল্পকারখানার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে আরএমজি সেক্টর (রপ্তানিকারক) খোলা থাকবে। জেলা থেকে কোন যানবাহন প্রবেশ বা বের হওয়া নিষেধ রয়েছে। শুধু জরুরী প্রয়োজনে চিকিৎসা ঔষুধ ও খাদ্য দ্রব্য সরবরাহ সচল থাকবে।

add-content

আরও খবর

পঠিত