নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে কোনভাবেই আর কমছে না করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ৪৬ জন। এই নিয়ে মোট আক্রান্ত ১৬০৯ জন, মারা গেছেন ৬১ জন এবং সুস্থ হয়েছেন ৩৮৬জন। শনিবার (১৬ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা ৭৮৬ জন, সদর উপজেলায় ৫২৭, বন্দর উপজেলায় ৩৮, আড়াইহাজারে ৫২, সোনারগাঁয়ে ৮৯ ও রূপগঞ্জে ১১৭ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৪৩ জন, সদরে ১৪, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ৬০৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।