নাওভাঙ্গা জয়পুর উবির বিদায়ানুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি ) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৯ পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মাওলানা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী এ্যাড. রুহুল আমিন।

আরো বক্তব্য রাখেন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আ. হান্নান, সমাজ সেবক মো. শুকুর মৃধা, আমান উল্ল্যা প্রধান, শিক্ষক মন্ডলীর পক্ষে মো. জাহাঙ্গীর মাষ্টার, আ. রশিদ খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য  বিলাল গাজী, সহকারী শিক্ষক রিপন, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী নাজমুল হাসান, রাজিব হোসেন, শিক্ষার্থী কাঙ্খিতা রানী, মাহিয়া ইসলাম শিপু, আয়েশা সিদ্দিকা।
স্বাগত বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. রুহুল আমিন বলেন, ছাত্রছাত্রীরা দেশ ও জাতির সম্পদ, আজ ও আগামীর ভবিষ্যৎ। তাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের উপরই নির্ভর করে রাষ্ট্রের উন্নয়ন ও সাফল্য। তাই ছাত্রজীবন মানুুষের জীবন গঠনের প্রস্তুতিকাল। এই সময়েই তাদেরকে জীবনের আদর্শ কাঠামো তৈরি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালন করতে পারে।

আদর্শ ছাত্রছাত্রী তাদের নিজস্ব পরিচয় বহন করে। যাদের মধ্যে অব্যক্তভাবেই ছাত্রত্বের বহিঃপ্রকাশ ঘটে তারাই ছাত্রছাত্রী। তারা দেশের ভবিষ্যৎ ও আগামী দিনের কর্ণধার। তাই ছাত্রছাত্রীদের চেতনায় থাকবে মনুুষ্যত্ববোধের দীক্ষা, মনমানসিকতা হবে সুন্দর। আচার আচরণ হবে ন¤্র, ভদ্র, বিনয়ী আর সামগ্রিকভাবে তাদের কর্মে প্রতিফলিত হবে দেশ ও জাতির কল্যাণ ও গঠনমূূলক গবেষণা। তাই ছাত্রছাত্রীদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত থাকা চাই আদর্শিক ছাপ এবং ছাত্রজীবনের দাবির প্রতি যতœœশীল। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এবং একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছাত্র-ছাত্রীদেরকে সমাজ বিনির্মাণের কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজের মেধা ও মননকে পরিশীলিত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃৃতিক কর্মকান্ড সম্পৃক্ত করতে হবে। শুধু ভালো ছাত্র হিসেবে নয় বরং যথাযথ আদর্শ ও মূল্যবোধে নিজেকে গড়ে তুলতে হবে। এছাড়া শিক্ষা জীবন শেষে কর্মক্ষেত্রেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুুষের জন্য কাজ করতে হবে।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম।

add-content

আরও খবর

পঠিত