নবীন সংগের উদ্যোগে সাব্বির এর ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নবীন সংগের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলিগ মৎসলীগ এর সহ সভাপতি মো. এস আলম সাব্বির। রবিবার  (২৪ মে) রাতে দক্ষিণ মাসদাইর গোসেরবাগেএলাকায় এ র্কাযক্রম পরিচালনা করা হয়। এসময় দুইশত জনকে খাদ্য সামগ্রী সহ লুঙ্গি দেয়া হয়েছে।

জানা গেছে, করোনা সংক্রমন রোধে বন্ধ ছিল অনেক প্রতিষ্ঠান। এতে বিশেষ করে বেহাল অবস্থায় রয়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক সহ অসংখ্য পরিবার।  ঈদকে ঘিরে এসব অনেক পরিবারেই নেই ঈদে বাজার করে খাওয়ার মত সামর্থ।এমন পরিস্থিতিতে অসহায় গরীবদের সহযোগীতায় তিনি এ উদ্যোগ গ্রহন করেছেন।

এ বিষয়ে  সাব্বির বলেন, আগামীকাল ঈদ। যাদের সার্মথ আছে তারা না হয়, কিনে খেতে পারবে। কিন্তু যারা দিন এনে খায়। তারা অনেকেই হয়তো না খেয়ে ঈদ উদযাপন করবে। এতে করে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও ভালো নেই। করোনার কারণে ঈদে কারো বাসায়ও যেতে পারবেনা। এজন্য তারা যেন ঘরে বসে ঈদ কাটালেও পরিবারকে নিয়ে কিছু ভালো খাবার খেতে পারে, আমি পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

add-content

আরও খবর

পঠিত