নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : ফতুল্লা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে নারায়ণঞ্জের নবাগত পুলিশ সুপার হারুন-অর-রশিদকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ১০ ডিসেম্বর সোমবার দুপুরে নবাগত পুলিশ সুপার ফতুল্লা মডেল থানা পরিদর্শনে এসে থানার সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সভাপতি আনিসুজ্জামান অনু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার এসময় প্রেসক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বলেন, শুধু লেখলেই চলবেনা। বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সমাজটাকে পরিবর্তন করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, থানার অফিসার ইন-চার্জ শাহ্ মো. মঞ্জুর কাদের, ওসি (তদন্ত) শাহ্জালাল, (অপারেশন) মজিবুর রহমান ও (আইসিপি) গোলাম মোস্তফা। কমিউিনিটি পুলিশ থানা শাখার সভাপতি মীর মোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
ফতুল্লা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-সভাপতি আনিসুজ্জাম্মান অনু, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক সিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, প্রচার সম্পাদক মোখলেসুর রহমান তোতা, কাযকরী সদস্য সাইফুল ইসলাম সজীব, মহসীন আলম ও সাধারণ সদস্য মো. কাইয়ুম খান প্রমূখ।