নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : কার্যকরি পরিষদের নতুন নেতৃত্ব তথা কমিটির রদবদল সংক্রান্ত বিষয় বস্তু নিয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের জরুরী সভা। ১৮ নভেম্বর রবিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৯/৩ উত্তর চাষাঢ়াস্থ সিটি প্রেসক্লাবের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত এ দীর্ঘ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু।
অনুষ্ঠিত সভায় পরিষদের বেশ কিছুদিন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালনকারী সদস্য ও দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত ব্যস্ততার কারনে এবং সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার স্বার্থে নতুন সাধারন সম্পাদক মনোনিত করার প্রস্তাব পেশ করেন। তারই প্রস্তাবের প্রেক্ষিতে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয় দীর্ঘ এ বৈঠকে। উপস্থিত বক্তাদের বক্তব্যে নতুন সাধারন সম্পাদক পদে একাধিক ব্যক্তির নাম আলোচনায় আসে এবং সাধারন সম্পাদকের বিষয়টি পরবর্তী সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে মর্মে অনুষ্ঠিত সভার মূলতবি ঘোষণা করা হয়।
পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও দৈনিক অগ্রবানী প্রতিদিন এর সহ-সম্পাদক উত্তম সাহা, যুগ্ম সাধারন সম্পাদক ও ঢাকার নিউজ ২৪ ডট কম এর প্রকাশক-সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংস্কৃতিক সম্পাদক ও পাক্ষিক তথ্যপত্রের প্রধান সম্পাদক মো. শফিকুল ইসলাম আরজু, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান কাউসার, অর্থ সম্পাদক ও সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রকাশক-সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, প্রচার সম্পাদক ও দৈনিক সংবাদচর্চার বার্তা সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, কার্যকরি সদস্য ও সাপ্তাহিক জনতার কাগজ এর সম্পাদক মো মিজানুর রহমান মিজান ও মো. জাহিরুল ইসলাম মুন্না সাগর ও প্রমুখ।
মূলতবি সভার পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর বুধবার এই মর্মে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।