নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর বিভিন্ন স্থানে হকারদের অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার (১৬ জুন) সকাল থেকে ২নং রেলগেট ও বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে বসা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। শহরের ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, হকার বসার জন্য নয়। এ কারণে, ফুটপাত ও রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।