নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীতে ২০ লিটার দেশীয় তৈরি এ্যালকোহলসহ মো. জসিম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১০ জুন) সকাল ৯ টা ২০ মিনিটে নগরীর ১নং রেলগেট এলাকায় র্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান এর নেতৃতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম সদর থানার রেলিবাগানের ৬৬ নং কুটিপাড়া রোড এলাকার মৃত ওয়াদুদের ছেলে।
র্যাব জানায়, উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রয় করে আসছিল বলে জানা যায়। উল্লেখ্য যে, ধৃত আসামী মো. জসিম (৪০) এর বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি এবং বন্দর থানার ১টি মামলা রয়েছে।
আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।