নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীতে র্যাব-১১ এর অভিযানে মাদকসহ মাহাবুর রহমান স্বপন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নগরীর ২নং ডিআইটি এলাকায় থেকে তাকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নোয়াখালীর বেগমগঞ্জ থানার এনায়েতপুরের মৃত শাহাদাৎ হোসেন এর ছেলে।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো বলে জানা যায়। ধৃত আসামী নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১১, তারিখ ০৭/১০/২০১৮ ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ)/৩৩ এর এজাহারনামীয় আসামী বলে যানা গেছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।