নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৩ নম্বর গ্রেডের মজুরির সাথে সমহারে পিস রেট বৃদ্ধি ও ২ মাসের বকেয়া বেতনের দাবিতে নগরীতে বিক্ষোভ করেছে করে মডেল ডি ক্যাপিটাল ও অন্তিম গার্মেন্টসের শ্রমিকরা। রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চাষাড়া শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি সাইফুল ইসলাম শরিফ ফ্রন্ট, সহ সভাপতি হাসনাত কবির, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগ, দপ্তর সম্পাদক মিঠু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট রূপগঞ্জ থানার সভাপতি সোহেল।
এ সময় আবু নাঈম খান বিপ্লব বলেন, এই দাবি খুবই ন্যায় সঙ্গত। গত ২ মাস তারা বেতন পায়নি। অকারণে মালিক একের পর এক তারিখ দিয়ে যাচ্ছে। কিন্তু তারা শ্রমিকদের বেতন দিচ্ছে না। এইভাবে তারা ৪টি তারিখ ঘুরিয়েছে। তারা এখন একটি অমানবিক জীবনযাপন করছে। সাধারণ একজন হেলপারের বেতন নতুন বেতন কাঠামোতে ৫০% বেড়েছে। কিন্তু সেখানে তারা ২ মাস ধরে বেতনই পাচ্ছে না।
সেলিম মাহমুদ বলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা যে দাবি করেছে সেটা কোন অন্যায় দাবি নয়। যেখানে রাষ্ট আইন করলো যে পিসরেট এবং সর্বনিম্ন মজুরি বাড়ানো হবে সেখানে তারা ১০ পয়সা ৫ পয়সা বিক্ষার মতো বাড়িয়েছে। আইনে যেটা আছে শ্রমিকরা তাই দাবি করছে। তাহলে সেই দাবি কেন অমান্য করেন আপনি আর অপরাধী বানান শ্রমিকদের।