দ্বীন কায়েমের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে হবে : সুলতান মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অশ্লীলতা ও বেহায়পনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সূরা আল ইমরানের ৮৫নং আয়াতে মহান রাব্বুল আলামীন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবনাদর্শ গ্রহণ করে তা কখনোই গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্থদের অর্ন্তভূক্ত হবে। গত ৬ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের তাতীপাড়া এলাকায় দাওয়াতী সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৬নং ওয়ার্ডের সেক্রেটারি মুহা. ইমরান হোসেনের পরিচালনায় এবং সভাপতি মুহা. মোস্তফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতী সভায় সুলতান মাহমুদ আরো বলেন, দ্বীন কায়েমের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে হবে এবং দাওয়াতী মাসের প্রতিটি ক্ষণকে আমাদের কাজে লাগাতে হবে। ইসলামের সুমহান আদর্শ প্রতিটি মানুষের কর্ণকুহরে পৌঁছানোর পবিত্র দায়িত্ব আমাদের পালন করতে হবে।

add-content

আরও খবর

পঠিত