নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার আলীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ্য গড়ে উঠা স্থাপনা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।
উচ্ছেদের দ্বিতীয় দিনে বুধবার (৩০ মে) সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত আলীগঞ্জ আফসার ওয়েল মিলের গোডাউনের পেছনে বুড়িগঙ্গা নদী ভেতরে ঢুকে নির্মিত গাইড ওয়াল এবং গাছের গুড়ি পুতে প্রায় দেড় একর জায়গা ভরাট করা অংশের মাটি ভেকু দিয়ে কেটে অপসারন করা হয়। এছাড়াও কয়েকটি ছোট ছোট টিনসেড স্থাপনাও, বাসের জেটি উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্টেট শামীম বানু শান্তি জানান, নদীর বিশাল জায়গা দখল করে তা ভরাট করে ফেলা হয়েছিলো। নদীর দখলমুক্ত করার জন্য ওই মাটি কেটে অপসারন করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।