নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আমার কাছে এমপি, মন্ত্রী হওয়াটা বড় কথা না। সাধারণ জনগণের জন্য কিছু করতে পারাটাই আমার জন্য জরুরি। দেশের জন্য কিছু করতে চাইলে ছাত্রলীগে বা রাজনীতিতে নাম লেখানোর দরকার নেই। দেশের জন্য কিছু করতে চাইলে তা এভাবেই করা যায়। গতকাল বিকেলে সরকারি তোলারাম কলেজে ইফতারের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংসদ আরো বলেন, জয় তোমাদের সুনিশ্চিত; যদি তোমরা ঠিক থাকো। আমি তোমাদের সাপোর্ট চাই। আমি প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে তোমাদের পরামর্শ নেবো। ঈদের পর তোমাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে কিছু করবো। তোমাদেরকে সাথে নিয়েই আমি একটি আদর্শ নারায়ণগঞ্জ তৈরি করবো। ঈদের পরে ১৬ জুন তোমাদের আমার দরকার হবে।