নারায়ণগঞ্জ বার্তা ২৪: জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আমার কার্যদিবস এক বছর চার মাসের মধ্যেই আমি বহুকাজ সম্পন্ন করেছি। তারমধ্যে জেলা কারাগারে আমি গার্মেন্টস প্রতিষ্ঠা করেছি। এখানে সাড়ে তিনশ’ আসামী কাজ করতে পারবে। আমি আগেও বলেছিলাম এটি আমার স্বপ্নের একটি প্রজেক্ট। এটি বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে একটি রোল মডেল হিসেবে কাজ করবে বলে মনে করি। এছাড়া কোর্টের সামনে ১৯ কোটি টাকা ব্যয়ে নতুন মসজিদ নির্মানের জন্যও প্রস্তাব পাঠিয়েছি। এসব কাজ আমি আমার এই অল্প কার্যদিবসের মধ্যেই করেছি।
মঙ্গলবার ২ জানুয়ারী সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক রাব্বী মিয়া এই কথা বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ হেলাল উদ্দীন ভূঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক পিপিএম ও সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক। এবারের জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য বিষয় ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’।
বক্তব্যের শুরুতেই রাব্বী মিয়া সকলের উদ্দেশ্যে বলেন, নতুন বছরের এই সময়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে । যেন আমরা ভবিষ্যতের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি উপস্থিত প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, সৃষ্টির উপরে কারোর হাত নেই। যেহেতু আমাদের হাত নেই তাই আমাদের কষ্ট পাওয়ারও কিছু নেই। আমরা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী না ভেবে নিজের মতোই ভাববো। নিজের চাহিদা পূরন করে আমরা সমাজের দুস্থ ও অসহায়দের সাহায্য করবো। আমাদের মনে রাখতে হবে, ভোগে নয়, ত্যাগেই সুখ।
তিনি আরও বলেন, নিজের সন্তানকে আগে মানুষ করবেন, নিজ সন্তানের প্রতি আগে দায়িত্বশীল হবেন, নিজের সন্তান যদি অমানুষ হয় তাহলে সারা বিশ্বের সফলতাও আপনার কাছে তুচ্ছ।
এ সময় তিনি বর্তমান বিশ্ব রাজনীতির প্রতি শঙ্কা প্রকাশ করে বলেন, আপনারা যারা নিয়মিত পত্রিকা পড়েন তারা জেনে থাকবেন, আজকের বিশ্ব রাজনীতি খুবই উত্তপ্ত। জানি না কি হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন কাজ করবেন না যাতে দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। দেশকে শান্ত রাখার দায়িত্ব আপনাদেরই।
উক্ত আলোচনা সভায় প্রতিবন্ধীদের কিছু দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রতিবন্ধী প্রগতি সংস্থার সভাপতি জনাব ইউসুফ হাওলাদার। তিনি বলেন, শারীরিকভাবে অস্বাভাবিক হওয়ার কারনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অংশগ্রহন করতে পারি না। আমরা চাই আমরা যেন সব জায়গায় অংশ নিতে পারি। এসময় তিনি পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আমরা বিভিন্ন সময় পুলিশের কর্মকর্তাদের দ্বারা হয়রানির স্বীকার হই। আপনি এদিকে একটু নজর দেবেন। এছাড়া প্রতিবন্ধীদের লাইনে দাড়িয়ে চিকিৎসা সেবা নিতে হয়৷এ সময় বিভিন্ন সমস্যার সম্ম্খুীন হতে হয়। এর জন্য সিভিল সার্জনকে তিনি অনুরোধ করেন যাতে প্রতিবন্ধীদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা করা হয়। এতে তাদের কষ্ট লাঘব হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি ও নারায়ণগঞ্জ সদরের ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। আলোচনায় অংশ নেয় জেলার বিভিন্ন সমাজসেবা সংগঠনের নেতাকর্মী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। বক্তব্য শেষে জেলা প্রশাসক প্রতিবন্ধীদের অর্থ সাহায্য প্রদান করেন। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসককে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।