দেওভোগে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীতে নারীসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাতে দেওভোগ পানি ট্যাংকি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শিল্পী আক্তার (৩০) কুমিল্লা জেলার চান্দিনা এলাকার মনির হোসেনের স্ত্রী, মো. শরিফ উদ্দিন ওরফে সোহেল (২০) একই জেলা ও থানা এলাকার শাহজাহানের ছেলে, মো. রাজা নিতাইগঞ্জ এলাকার রতন মিয়ার ছেলে ও তোফায়েল আহম্মেদ দেওবোগ এলাকার হাফিজ উল্লাহ ছেলে।

এ বিষয়ে ডিবির এস আই আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দেওভোগ পানি ট্যাংকি এলাকায় মাদক বিক্রেতারা সংঘবদ্ধ হয়ে মাদক আদান প্রদান করা কালে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত