নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন প্যারাডাইজ প্রিমিয়ার ইলেকট্রনিক্স। শনিবার (২৩ মে) দুপুরে শহরের বালুর মাঠ এলাকায় প্যারাডাইস ক্যাসেল ভবনে এ আয়োজন করা হয়। এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক দু:স্থ মানুষকে শাড়ি, লুঙ্গি নগদ টাকা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে প্যারাডাইস ক্যাসেল এর ম্যানেজার জসিম উদ্দিন জানায়, করোনা পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এসব দু:স্থ মানুষদের সহযোগীতায় ক্ষুদ্র প্রচেষ্টা নেয়া হয়েছে। আমার প্রতিষ্ঠানের মালিক মাহিওর রহমান আবির এর পক্ষে বিভিন্ন জায়গায় ঈদ উপহার হিসেবে কিছু সামগ্রী দেয়া হয়েছে। আজ আমরা এখানে পাঁচশত দু:স্থ মানুষকে ঈদ উপহার দিতে পেরেছি।
বিতরণকালে আরো উপস্খিত ছিলেন, প্যারাডাইস ক্যাবল এর ম্যানেজার সাইদুজ্জামান সোহেল, সবুজ সরকার প্রমুখ।