নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে নারায়ণগঞ্জে কিছু একটা ঘটতে পারে। কারণ ইতোমধ্যে পাকিস্থানের নাগরিক নারায়ণগঞ্জে এসে গোপন বৈঠক করে। নাম্বার বিহীন গাড়িতে করে ওই বৈঠক হচ্ছে। এটা খুব আতংকের। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়া রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় আহত হয়েছিলেন আওয়ামীলীগের প্রভাবশালী এই এমপি। সেই লোমহর্ষক ঘটনা আজও তাড়িয়ে বেড়ায় শামীম ওসমানকে। তা স্মরণ করে শামীম ওসমান বলেন, যেহেতু আমরা ১৬ জুনে টার্গেট ছিলাম সেহেতু আমার ধারণা এবারও আমি টার্গেট।
তিনি আরও বলেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নেতৃত্বে জামায়াত শিবির নাশকতা চালাবে। তারা সারা দেশের অনেকগুলো গুরুত্বপূর্ন জায়গার মধ্যে নারায়ণগঞ্জকেও বেছে নিয়েছে। আর এ কারণে আমার এই আসনে মুফতি কাসেমীর মতো একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। শতভাগ খবর আছে যে, আগামী ২ থেকে ৩দিন তথা ৪৮ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জে নাশকতা চালানো হবে, আর তাই জরুরী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তাই নিজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নিজ আসনের ভোটারদের সতর্ক থাকার আহবান জানিয়ে শামীম ওসমান বলেন, স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে এই ৪৮ ঘণ্টা এলার্ট থাকতে হবে।
পাশাপাশি নারায়ণগঞ্জে অবস্থানরত সমস্ত বিদেশী নাগরিক বিশেষ করে পাকিস্তানি নাগরিকদের প্রতি বিশেষ নজর রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
শামীম ওসমান এ সময় দাবি করে বলেন, গত ৪/৫ দিন ধরে বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য পাচ্ছি, সেখানে পাকিস্থান অ্যাম্বাসী থেকে কিংবা পাকিস্তানী নাগরিক নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আনাগোনা করছেন এবং গোপন বৈঠক করছেন। তাঁরা চাচ্ছে নারায়ণগঞ্জের বিভিন্ন মাদরাসার কোমলমতি ছাত্রদের ব্যবহার করে নির্বাচনটাকে বন্ধ করতে।
তিনি আরো বলেন, আমরা দেখছি আমার প্রতিপক্ষ প্রার্থী কাশেমী বিনা প্ররোচনায় আমাদের উত্তেজিত করার চেষ্টা করছে। প্রার্থীদের সাধারনত ভোটারদের কাছে যাবার কথা। কিন্তু আমাদের কাছে খবর আছে তিনি তা না করে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে নাম্বার প্লেট বিহীন নামী দামী গাড়ি নারায়ণগঞ্জে ঢুকছে। সেসব গাড়িতেই তিনি গোপন বৈঠক সারছেন।