নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : নারায়ণগঞ্জ সদর উপজেলায় শারির উদ্যোগে সদর উপজেলার দলিত জনগোষ্ঠীর ১১২ পরিবারের মাঝে করোনা কালিন ত্রাণ বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দলিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেল এর রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।
এ সময় দলিত জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি লবণ, ৫ শত গ্রাম গুঁড়ো দুধ, ২ লিটার সয়াবিন তৈল, ৬টি সাবান ও ৫টি মাস্ক বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শারি সংগঠন এর আরো উপস্থিত ছিলেন সমন্বয়কারি রঞ্জন বকসী, নির্বাহী পরিচালক শক্তিময়ী হীরা, জলবায়ু বিষয়ক কর্মকর্তা মো, আব্দুল করিম ও প্রশিক্ষণ কর্মকর্তা ইভা পাল প্রমূখ।