তোলারাম কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ মদকসহ শিক্ষকগন।

প্রধান অতিথির বক্তব্যে বেলা রানী সিংহ বলেন, বাংলাদেশের উন্নয়ণে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বাংলাদেশকে সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত করে দেশের মানুষের কল্যানে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী। তার মত প্রধানমন্ত্রী পেয়ে আমরা ধন্য।

হাবিবুর রহমান রিয়াদ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তশালী করতে সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে আমরা ছাত্র সমাজ ঐক্য রয়েছি। আমাদের দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই ছাত্র সমাজকেই সজাগ থাকতে হবে। পাশাপাশি দূর্নতি মুক্ত বাংলাদেশ গড়তে আমরা তৎপর রয়েছি। কোন অপশািক্ত আমাদের ছাত্র সমাজকে রুখতে পারবে না।

add-content

আরও খবর

পঠিত