নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর ১৭নং ওয়ার্ড থেকে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে পুলিশে দিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু। আটককৃতরা নাম হলেন, নুপুর (৩০), বাবু (৪৪), নয়ন (২০)। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পাইকপাড়া এলাকায় অবস্থিত কাউন্সিলর আব্দুর করিম বাবুর নিজ কার্যালয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে ১৭নং ওয়াড কাউন্সিলর আব্দুর করিম বাবু বলেন, আমি মাদক ব্যবসায়ীদের উপর আমার কড়া নজর রেখেছি। এর জন্য আমার মানুষ আছে, যারা মাদক ব্যবসায়ীদের বিষয়ে আমাকে খবর দেয়। আজ তারা তিনজন মাদক ব্যবসায়ী সম্পর্কে আমাকে বললে আমি তাদের দুটি ভিন্ন স্থান থেকে হাতেনাতে আটক করি এবং পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক মো. নাজমুল (এসআই) বলেন, আজ কাউন্সিলর বাবু একজন নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীদের আটক করেন। পরে আমরা তাদের আটক করে নিয়ে আসি।