নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে গড়ে উঠা আফ্রিদি মটরস এ .এস.এস.এস নেট এর কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১লা ডিসেম্বর দুপুর ১ টায় ফতুল্লা থানাধীন কাশীপুর হাটখোলা জুনিয়র স্কুল সংলগ্ন এ আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়মীলীগ সভাপতি এম সাইফুল্লাহ বাদল, অনুষ্ঠানের উদ্বোধক সামাজ সেবক সালাউদ্দিন লাভলু। ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া করা হয়।
তরুণ উদ্যোক্তা সৌরভ জানায়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছুই আধুনিক করেছেন। আমরা সে আধুনিকতার ছোয়া বিশেষ করে কাশিপুর ইউনিয়নবাসীকে দিতে চাই। এজন্য এই ইউনিয়নে আমরা সকলকে সল্প মূল্যে সবচেয়ে ভালো ইন্টারনেট সুবিধা দিতে বদ্ধ পরিকর। তাই আমরা তরুণরা এ .এস.এস.এস নেট নামক এই কার্যালয়টির আজ উদ্বোধন করলাম। এছাড়াও এখানে আফ্রিদি মটরস নামে মোটর সাইকেল শোরুম দিয়েছি। যাতে করে যেকোন ক্রেতা তার সার্মথ অনুযায়ী এখান থেকেই মোটর সাইকেল ক্রয় করতে পারে। ঢাকা কিংবা দূরে গিয়ে বাড়তি ঝামেলা তাদের পোহাতে না হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদ ভারপাপ্ত চেয়ারম্যান আইউব আলী, কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান শ্যামল, কাশীপুর ইউপি আওয়ামীলীগ এর ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, সমাজ সেবক গোলাম হায়দার, আলতাফ হোসেন সহ আফ্রিদি মটরস এন্ড এ.এস.এস.এস নেটের স্বত্তাধীকারি মো.শাখাওয়াত হোসেন বাবু, মাহাবুব হাসান সৌরভ, সুমন ডালি, মো.সুমন ও প্রমুখ।