ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের ঢাকা গেন্ডারিয়া এলাকায় যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিল। রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় গোরিয়া দয়াগঞ্জ ব্রীজের আগে গুমতি ঘরের সামনে ওই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার যাত্রীবাহী ট্রেন (ট্রেন-২১১) দয়াগঞ্জ ব্রীজের আগে গুমতি ঘরের সামনে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ট্রেনেরও কোন ক্ষয়ক্ষতি হয়নি।

গেন্ডারিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, এক ঘণ্টার মধ্যে ট্রেন লাইনে তুলে ফেলা হয়। তবে এ ঘটনায় লাইনের কাজের জন্য বেলা ১১টা পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

add-content

আরও খবর

পঠিত