নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭তম জাতীয় কংগ্রেস উপলক্ষে ঢাকার জনসভায় বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসে উজ্জলের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে প্রায় সহস্রাধীক মহানগর যুবলীগের নেতাকর্মীরা যোগদান করে। কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে ভারতীয় যুব সমাজের একজন নেতাসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
এর আগে এ কংগ্রেসকে ঘিরে উজ্জলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্র্মীদের বাধঁভাঙ্গা স্রোতে তাক লাগিয়ে দেয় ঢাকাবাসীকে। জাতীয় কংগ্রেস উপলক্ষে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মীরা ঢাকার শাপলা চত্বরের সামনে গিয়ে জরো হতে থাকে। যুবলীগের সমস্ত নেতাকর্মীরা জরো হওয়ার পর সেখান থেকে মহানগর যুবলীগের সেক্রেটারী উজ্জলের নেতৃত্বে বের করা হয় বিশাল মিছিল।
এসময় মিছিলে থাকা হাজার হাজার নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের এ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে দোয়েল চত্বর, স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে ঢাকার রাজপথ।
পরে উজ্জলের নেতৃত্বে এ সহস্রাধীক নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৭তম জাতীয় কংগ্রেসে যোগদান করে।