ডিয়ারায় বিনামূল্যে দারিদ্রদের মাঝে বসতঘর প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নাসিক ১৮নং ওয়ার্ডস্থ ডিয়ারা সেবা দারিদ্র বিমোচন সংস্থার উদ্যেগে বিনামূল্যে দারিদ্রদের মাঝে বসতঘর প্রদান করা হয়েছে। রবিবার (৫ই মে) বিকেলে ডিয়ারা ছায়াকুঞ্জ কড়ইতলার মোড়ে বসতঘর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো. আক্তারুজ্জামান রতন মাদবর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ সকল দুর্নীতি দুর করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাউন্সিল কবির হোসাইন, বিভা হাসান, আলী আহম্মদ রেজা উজ্জ্বলসহ অন্যান্য অতিথিবৃন্দ। অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসাইন, নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, সি. যুগ্ম সা. সা., না.গঞ্জ মহানগর আওয়ামীলীগ আলহাজ্ব জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আহম্মদ আলী রেজ উজ্জল, নুরুল ইসলাম ইবনে কোব্বাত, আলহাজ্ব মকসুদুর রহমান জাভেদ, আলহাজ্ব গাজী মো. কামাল হোসেন, মো. আ. কুদ্দুস আজাদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত