ডিসি ‌জ‌সিমউ‌দ্দি‌নের সা‌থে হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশনের সাক্ষাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রি‌পোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাস‌ক মো. জ‌সিমউ‌দ্দি‌নের সা‌থে সৌজন্য সাক্ষাত ক‌রে‌ছেন বাংলাদেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের নেতৃবৃন্দ। বুধবার (০৩ জুলাই) দুপু‌রে জেলা প্রশাসক কার্যাল‌য়ে বাংলাদেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি শেখ নাজমুল আলম সজ‌লের নেতৃ‌ত্বে নবাগত জেলা প্রশাসকের সা‌থে সৌজন্য সাক্ষাত ক‌রে তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

ডিসি ‌জ‌সিমউ‌দ্দি‌নের সা‌থে হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশনের স্বাক্ষাতশু‌ভেচ্ছা জা‌না‌নোর প‌রে সং‌ক্ষিপ্ত এক অা‌লোচনায় জেলা প্রশাস‌কের নিকট হো‌সিয়ারী শি‌ল্পের উন্নয়‌নে বি‌ভিন্ন ‌বিষ‌য়ে সহ‌যোগীতা কামনা ক‌রেন হো‌সিয়ারী নেতৃবৃন্দ।

এসময় হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি নাজমুল আলম সজল জেলা প্রশাস‌কের নিকট হো‌সিয়ারী ব্যাবসায়ী‌দের ভ্যাট প্রদান সংক্রান্ত বিষ‌য় সহ ‌হো‌সিয়ারী পল্লীখ্যাত নয়ামা‌টি এলাকা ও বি‌সিক এলাকার উন্নয়‌নে বি‌ভিন্ন সহ‌যোগীতা চাই‌লে জেলা প্রশাসক মো. জ‌সিমউ‌দ্দিন ব‌লেন, আ‌মি আগামী ১৪ তা‌রিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে যা‌বো নারায়ণগ‌ঞ্জের বি‌ভিন্ন বিষ‌য়ে আ‌লোচনা কর‌তে। আপনারা তার আ‌গে আমা‌কে আপনা‌দের গুরুত্বপূর্ণ দা‌বিগু‌লো লি‌খিত আকা‌রে দি‌বেন। আ‌মি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সেগু‌লো তু‌লে ধর‌বো।

add-content

আরও খবর

পঠিত