ডিবি পুলিশের কাছে গ্রেফতার ভিকি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : গুলশান সিনেমা হলের মালিক ও সমাজ সেবক হিসেবে পরিচিত ফয়েজউদ্দিন লাভলুর ছেলে ভিকিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩১ আগস্ট সন্ধ্যায় নগরীর টানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২ টার দিকে চাষাড়ার মোড়ে মিনহাজ উদ্দিন ভিকি ও তার বন্ধু মিলন এক সিএনজি চালককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। এসময় তারা ওই সিএনজিটিও ভাঙচুর করেন।

নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক এনামুল হক জানান, ভিকির বিরুদ্ধে বিরুদ্ধে চাঁদাবাজী, একজন ব্যবসায়ীকে মারধরের অভিযোগ আছে। তাছাড়া তার কোমরে পিস্তল ছিল এমন ছবিও সংবাদ পত্রে প্রকাশ হয়েছে। সেই অস্ত্র উদ্ধারের জন্যও তাকে নিয়ে অভিযান চালানো হবে।

এদিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-টু সাজ্জাদ রোমন জানান, ভিকির বিরুদ্ধে এক সিএনজি চালককে পেটানো এবং সিএনজি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ওই মামলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করেছে। এছাড়াও ফতুল্লা থানায় আরো একটি মামলা রয়েছে ৯৬(৩)১৯, ধারা ১৪৩/৪৪৭/৩৮৫/৫০৬, এবং সদর থানায় ২৯(৬)১৯, ধারা ১৪৩/৩৪১/৩৮৫/৩৭৯/৫০৬।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, যানবাহন ভাঙচুর, ত্রাস ও অরাজকতা সৃষ্টি, সন্ত্রাসী মহড়া এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে এক সিএনজি ড্রাইভার ওই মামলাটি (১০৬-৩১/৮/১৯) দায়ের করেন।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার পাঁচগাঁও এলাকার মৃত সুলতান শেখের ছেলে কামাল হোসেন (২৬) ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, সাইনবোর্ড থেকে মুন্সিগঞ্জ মুক্তারপুর রোডে সিএনজি চালান। ৩০ আগস্ট রাতে পৌনে ১২টার দিকে মুক্তারপুর হতে যাত্রী নিয়ে সাইনবোর্ডের দিকে আসারর পথে ৩০ আগস্ট দিবাগত রাত ১২ টা ৩৫ এর দিকে রাইফেলস ক্লাবের বিপরীত পার্শ্বের রাস্তায় পৌঁছালে মিনহাজ উদ্দিন ভিকিসহ আরো ৩/৪ জন তাদের প্রাইভেট কার দিয়ে কামালের সিএনজি (নারায়ণগঞ্জ-থ-১১-৩৪০৯) এর গতিরোধ করে ধাক্কা দেয়। এসময় কিছু বুঝে ওঠার আগেই ভিকিসহ অন্যানরা প্রাইভেটকার হতে নেমে দলবদ্ধভাবে শক্তি ও দাপট এবং বেআইনী বলপ্রয়োগ প্রদর্শন করে, ভয়ভীতি, আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করে হকিস্টিক ও লোহার রড এবং লাঠি দিয়ে কামালের সিএনজির সামনের গ্লাস এবং সিএনজির বিভিন্ন অংশের ভাংচুর করে। এসময় সেখানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় আনুমানিক ৪৫ হাজার টাকার ক্ষতি হয়। এছাড়া ভিকি সিএনজি চালক কামালকে সিএনজি থেকে জোর করে টেনে হেচড়ে নামিয়ে হকিস্টিক, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে তার নাকে হাড় ভেঙে ফেলে এবং বাম পায়ের গিড়ার নিচে ও হাটুর উপড়ের সহ বাম চোখে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা, গুরুতর জখম করে। যার প্রেক্ষিতে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করে।

পুলিশ আরো জানিয়েছে, ভিকির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি চাঁদাবাজি মামলাও রয়েছে (নং-২৯-১৯/৬/১৯) । মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও ভিকি বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে এলাকায় ত্রাস সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। ভিকি একটি বিশেষ পরিবারের ঘনিষ্ট আত্মীয় হওয়ায় তার ইচ্ছামত চলাফেরা করতো। তার বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পেতনা।

add-content

আরও খবর

পঠিত