ডিবির হাতে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর হাতে নগরীর চাষাঢ়া এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ   গ্রেপ্তাতার ২ মাদক ব্যবসায়ীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামি মো.রমজান (৩০) বন্দর থানার একরামপুর ইস্পাহানি এলাকার মো.হাবিবুর রহমানের ছেলে ও মো.আল-আমিন (২৪) খানপুর সরদারপাড়া এলাকার আফছর উদ্দিনের ছেলে।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর রাত ১১টার সময় চাষাঢ়া সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।পরে ডিবি পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত